ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে শেফার্ড গ্রুপের শ্রমিকদের অবরোধ

শ্রমিকদের মহাসড়ক অবরোধ
শ্রমিকদের মহাসড়ক অবরোধ | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে শেফার্ড গ্রুপের শ্রমিকরা। আজ (সোমবার, ১৩ অক্টোবর) সকালে উপজেলার কাঠালী এলাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

নতুন শ্রমিকদের সরকার নির্ধারিত হার মেনে বেতন না দেয়া, মাসের শুরুতে বেতন দেয়ার নিয়ম থাকলেও মাসের শেষে দেয়া এবং লাঞ্চ টাইম ও ফান্ডের টাকা না দেয়ার অভিযোগ করেন শ্রমিকরা। এসময় মাসের শুরুতে শ্রমিকদের বেতন নিশ্চিত, সরকার নির্ধারিত সর্বনিম্ন মজুরি নিশ্চিতসহ ১০ দফা দাবি জানান শ্রমিকরারা।

অবরোধের কারণে মহাসড়কে দুই পাশে প্রায় দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা। একঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন:

শ্রমিকদের ১০ দফা দাবিগুলো হলো, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে। প্রতি মাসের বেতন মাসের ১০ তারিখের মধ্যে দিতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না। বিগত বছরে ওভারটাইম ৬৮ শতাংশ থাকলেও বর্তমানে তা ৫২ শতাংশ করা হয়েছে, এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। হাজিরা বোনাস ১০০০ টাকা নির্ধারণ করতে হবে।

টিফিন বিল ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করতে হবে। প্রতিদিন ন্যূনতম ৪ ঘণ্টা ওভারটাইম দিতে হবে। অবসর গ্রহণের পর পেনশন ও ফান্ডের টাকা দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে।

শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০ হাজার ৪১৭ টাকা নির্ধারণ করতে হবে। প্রতি বছর ন্যূনতম ১০ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে। শ্রমিক নেতারা জানান, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানান, সেপ্টেম্বর মাসের বেতন চলতি মাসের ২০ অক্টোবর দেয়া হবে। সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

সেজু