সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করায় খুমেক হাসপাতালে অবস্থান কর্মসূচি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: সংগৃহীত
0

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অনিয়ম, দুর্নীতি ও সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের ছাত্রজনতা। আজ (সোমবার, ১৩ অক্টোবর) বেলা ১২টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সম্প্রতি খুমেক হাসপাতালে একের পর এক অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটছে। এর মধ্যে অক্সিজেন মাস্ক খুলে ফেলায় রোগীর মৃত্যু, ডাক্তারের ধমকে রোগীর স্বজনের মৃত্যু, ক্যান্টিন থেকে মাছ-মাংস চুরি, হাসপাতালের ওষুধ পাচার এবং এসব দুর্নীতি আড়াল করতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা; সব মিলিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ।

বক্তারা বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য, খাদ্য চুরি, চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের দুর্নীতি রোধে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

আরও পড়ুন:

তারা আরও জানান, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম আড়াল করার চেষ্টা করছে। বক্তারা দাবি করেন, আগামীকাল (মঙ্গলবার, ১৪ অক্টোবর) দুপুরের মধ্যে হাসপাতাল সংস্কার ও সেবা উন্নয়নের কার্যকর পদক্ষেপ না নিলে পরিচালককে অবরুদ্ধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

এফএস