খানপুর হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ১৫ দালাল আটক

দালাল চক্র
দালাল চক্র | ছবি: এখন টিভি
3

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে নারীসহ দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করা হয়েছে।

আজ (সোমবার, ১৩ অক্টোবর) দুপুরে র‌্যাব ও জেলা প্রশাসন এ অভিযান চালায়। পরে আটকৃতদের মধ্যে ৮ নারীকে তিন দিন করে ও ৭ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন:

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির জানান, দীর্ঘদিন ধরে এই দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রোগীদের নানা ভাবে হয়রানি করছে আসছে। তারা রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়। এ অভিযোগ জেলা প্রশাসন ও র‌্যাব এ অভিযান চালায়।

সেজু