খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে মসজিদে বিশেষ দোয়া

বগুড়ার একটি মসজিদে দোয়া
বগুড়ার একটি মসজিদে দোয়া | ছবি: বিএনপি মিডিয়া সেল
1

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় উদ্যোগে জুম্মার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররমসহ সারা দেশের মসজিদগুলোতে দোয়া করা হয়েছে। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে সারা দেশের মসজিদগুলোতে দোয়া করা হয়।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এ দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছিল দলটির পক্ষ থেকে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়, একইসঙ্গে খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও অনুরোধ করা হয়।

খালেদা জিয়ার জন্য বগুড়ায় দোয়া

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহাস্থানগড় মাজার জামে মসজিদসহ বগুড়ার শিবগঞ্জে মোট এক হাজার ২৮টি মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলমের নির্দেশনায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা টিম ভাগ হয়ে সব মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন হাজারও ধর্মপ্রাণ মুসল্লী।

আরও পড়ুন:

নামাজ শেষে অশ্রুসিক্ত চোখে সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তির জন্য দোয়ায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ।

এসময় তারা বলেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার যে অবদান রয়েছে তা অনস্বীকার্য, নির্বাচনের আগে যেন তিনি পুরোপুরি সুস্থতা লাভ করতে পারেন এ প্রত্যাশা জানান তারা।

চট্টগ্রামে খালেদা জিয়ার জন্য দোয়া

চট্টগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নগরের কদমতলীর বায়তুস শরফ কমপ্লেক্স মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। মোনাজাতে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।

মোনাজাতে শরীক হয়ে সবাই খালেদা জিয়ার আশু নিরাময় ও সুস্থতা চান। দেশ ও গণতন্ত্রের উত্তরণে খালেদা জিয়া যেন লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দীর্ঘায়ু পান সেই কামনা করেন।

এসএস