মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মাগুরার মহম্মদপুরে খালের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১০ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের সাজ্জাদ হোসেনে মেয়ে সিনথিয়া, আনোয়ারুল ইসলামের মেয়ে তারিন ও তরিকুল ইসলামের মেয়ে তানহা।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিনথিয়া, তারিন ও তানহা দুপুরে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। খালের গভীরতা বেশি হওয়ায় তিন শিশু খালের পানিতে পড়ে ডুবে যায়।

পরে আশপাশের লোকজন টের পেয়ে শিশুদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনজন শিশুর বয়স ৮ থেকে ৯ বছরের মধ্যে। একইসঙ্গে তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফএস