এখন টিভির সাংবাদিকদের ওপর হামলা: প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধ-সমাবেশ

চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ
চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) বেলা ৩ টায় চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে নেতারা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা। এ পর্যন্ত সাংবাদিকরা যত হামলার শিকার হয়েছেন, কোনোটিও বিচার হয়নি। ফলে এ হামলার পুনরাবৃত্তি হচ্ছে।’

আরও পড়ুন:

তারা আরও বলেন, ‘নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিলো। হয়তো পরিবর্তিত বাস্তবতায় সাংবাদিকদের উপর হামলা বন্ধ হবে। কিংবা হামলা হলেও তার সুষ্ঠু বিচার হবে। অথচ এই ঘটনায় এখনো পর্যন্ত কোন আইনগত পদক্ষেপ নেয়নি প্রশাসন।’

এ সময় তারা দাবি করেন, রাষ্ট্রের উচিত সাংবাদিকদের নিরাপত্তা বিধান করা ও সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করা। এ ধরনের দৃষ্টান্ত বারবার ঘটতে থাকলে মাঠ পর্যায়ে সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়বে। গণমাধ্যম কর্মীরা মাঠে সাংবাদিকতা করতে না পারলে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হবে। এ সময় তারা চট্টগ্রামে দুই সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ইএ