চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় এক নারী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সেলিনা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ (রোববার, ৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা মোড় এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম (৫৪) ওই এলাকার সারবান আলীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দা আলি-হায়দার বলেন, ‘জামতলা মোড়ে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন সেলিনা বেগম। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, ‘বাসটির সান্ধানে আমারা কাজ করছি। নিহত সেলিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’ 

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এসএইচ