তিনি বলেন, ‘নিয়মিত কার্যক্রম হিসেবে রোববার ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে ট্রাক আটকে চেকপোস্ট পরিচালিত হচ্ছিল। এসময়, একটি বালু বোঝাই ট্রাক আটক করলে পেছন থেকে বেশকিছু শ্রমিক এসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে, স্থানীয় পরিবহন শ্রমিক নেতা মাহফুজের নেতৃত্বে পুলিশের ওপর চড়াও হয় শ্রমিকরা।
এতে, ৫ পুলিশ সদস্য আহত হন। আহতদের, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, এ ঘটনায় কেউ গুরুতর আহত হন নি। তবে, শ্রমিক নেতাদের অভিযোগ, চেকপোস্ট পরিচালনার সময় ট্রাক থেকে ঘুষ আদায় করছিল পুলিশ।
হামলা বিষয়টি অস্বীকার করে শ্রমিক নেতা মাহফুজ মিয়া বলেন, ‘পুলিশ নয় বরং শ্রমিকদের ওপর এ ঘটনায় হামলা হয়েছে।’
এ ব্যাপারে শ্রমিক নেতারা পরবর্তী কর্মসূচি ও ঘোষণ করতে পারেন বলে জানান এ শ্রমিক নেতা। হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন ওসি রতন শেখ।





