বান্দরবান সীমান্তে নতুন করে উত্তেজনা; ভেসে আসছে গোলাগুলির শব্দ

বান্দরবান-মিয়ানমার সীমান্ত
বান্দরবান-মিয়ানমার সীমান্ত | ছবি: সংগৃহীত
0

বান্দরবান-মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল (শনিবার, ৪ অক্টোবর) সকাল থেকে তুমব্রু সীমান্তে থেমে থেমে ভেসে আসছে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ।

স্থানীয়রা জানান, গত ১ অক্টোবর থেকে মিয়ানমার অভ্যন্তরের সীমান্ত নিয়ন্ত্রণে নিতে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর মধ্যে সংঘর্ষ চলছে।

এতে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাঝে মধ্যেই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।

এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষ, গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনাটি বাংলাদেশের সীমান্তের ৩০০ থেকে ৪০০ মিটার দূরে।

এ অবস্থায় সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়।

সেজু