উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সি গ্রুপে জায়গা পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। তাদের গ্রুপ সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি।
আরেক হটফেভারিট আর্জেন্টিনা জায়গা পেয়েছে জে গ্রুপে। অপেক্ষাকৃত সহজ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের খেলতে হবে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডানের বিপক্ষে।
সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ের সঙ্গী হচ্ছে আগের বিশ্বকাপে চমক দেখানো সৌদি আরব। এছাড়া গ্রুপ অব ডেথ-এর এল-এ দেখা হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে আছে ঘানা এবং পানামা।





