২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিলের প্রতিপক্ষ কারা

আর্জেন্টিনা-ব্রাজিলে ও বিশ্বকাপ ট্রফি
আর্জেন্টিনা-ব্রাজিলে ও বিশ্বকাপ ট্রফি | ছবি: সংগৃহীত
0

২০২৬ ফুটবল বিশ্বকাপের ১৮৮ দিন আগে হয়ে গেল মূল পর্বের গ্রুপিং। যুক্তরাষ্ট্রে এক জমকালো অনুষ্ঠানে নিজেদের গ্রুপ বুঝে পায় ৪৮ দল। শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে ফিফা এই ড্র সম্পন্ন করে। লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ‘জে’ গ্রুপে। বিশ্বকাপে আলবিসেলেস্তেরা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।

উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সি গ্রুপে জায়গা পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। তাদের গ্রুপ সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি।

আরেক হটফেভারিট আর্জেন্টিনা জায়গা পেয়েছে জে গ্রুপে। অপেক্ষাকৃত সহজ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের খেলতে হবে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডানের বিপক্ষে।

সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ের সঙ্গী হচ্ছে আগের বিশ্বকাপে চমক দেখানো সৌদি আরব। এছাড়া গ্রুপ অব ডেথ-এর এল-এ দেখা হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে আছে ঘানা এবং পানামা।

সেজু