সিংগাইরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীতে সন্ধান চালাচ্ছে
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীতে সন্ধান চালাচ্ছে | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর নদীতে মাছ ধরতে গিয়ে ভজন রাজবংশী (৫৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। এতে নদীপাড়ে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন স্বজন ও এলাকাবাসী।

এর আগে গতকাল (শুক্রবার, ৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে কয়েকজন জেলের সঙ্গে চান্দহর নদীতে মাছ ধরতে নামেন ভজন।

নিখোঁজ ভজন রাজবংশী চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত ফকির চান রাজবংশীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার দিকে কয়েকজন জেলের সঙ্গে চান্দহর নদীতে মাছ ধরতে নামেন ভজন। তিনি ব্লাড প্রেশারের রোগী ছিলেন। ওষুধ সেবনের পর নদীতে নামায় ধারণা করা হচ্ছে অসুস্থতা কিংবা অসাবধানতাবশত তিনি সবার অগোচরে পানিতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন:

খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আজ (শনিবার, ৪ অক্টোবর) সকাল থেকেই উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয়রাও এ অভিযানে অংশ নিয়েছেন।

সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুর রহমান বলেন, ‘স্থানীয়রা ঘটনাটি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারছেন না। এতে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবুও ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এসএস