এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির নিচে গ্যাসের লাইন ফেটে আগুন ধরে গেলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, রোববার সকাল ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির নিচে গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এর পর থেকে গ্যাস ও পল্লী বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়া হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ‘সকাল সাড়ে ৮টা থেকে টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া ১৫ গ্যাস স্টেশন এবং মির্জাপুর শিল্প অঞ্চলের ৩৫টি প্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
গাজীপুরের চন্দ্রা তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী আব্দুল আলিম বলেন, ‘আমাদের সকল টিম কাজ করছে। বিদ্যুতের পিলার সরানোর পর জমে থাকা পানি অপসারণ করতে হবে। গ্যাসের পাইপ লাইনের লোকেশন বের করতে হবে। বের করার পর লাইন চালু হতে কতক্ষণ লাগবে তা বোঝা যাবে। তবে আজকে চালু করা সম্ভব হবে না। বিকল্প পদ্ধতিতে টাঙ্গাইল শহরে গ্যাস সরকার চালু করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করটিয়া থেকে পুংলি ব্রিজ পর্যন্ত শাটডাউন দেয়া হয়েছে।’
টাঙ্গাইলের তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, ‘টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস লাইন মেরামতের কাজ করা হচ্ছে। তবে পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগবে।’





