জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর জেলায় ১২৪৭ টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন:
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, সেনাবাহিনীর ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন, র্যাব-১৪ এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম, দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যুথী, সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।





