সুনামগঞ্জে নিরাপদ সড়ক ও পরিবহনের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

সুনামগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জে মানববন্ধন | ছবি: সংগৃহীত
0

সুনামগঞ্জে নিরাপদ সড়ক ও নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জানানো হয়, গতকাল (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলায় বেপরোয়া পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। একই সড়কে শান্তিগঞ্জ উপজেলার কাছাকাছি স্থানে সেপ্টেম্বর মাসেই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী, জেলা প্রশাসনের দুই কর্মীসহ আটজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:

এসময় আরও জানানো হয়, সড়কের বেপরোয়া যান চলাচল, অদক্ষ চালক, হালকা যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ছে। পাশাপাশি মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করার দাবিও জানানো হয়।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শরিফা আশরাফী, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান প্রমুখ।

এফএস