এক ঘণ্টার চেষ্টায় তলিয়ে যাওয়া ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। মৃত বিজয় বড়ুয়া পোয়াপাড়া এলকার সুজন বড়ুয়ার ছেলে। আকস্মিক এ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের নিয়ে বিজয় বড়ুয়া ইছামতি নদীতে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে ১০ বছর বয়সী আরেক শিশু পানিতে তলিয়ে যেতে থাকে। সেটা দেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে বিজয়। তবে বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হলেও নিজেই স্রোতে তলিয়ে যায় নদীর গভীরে।
আরও পড়ুন:
খবর পেয়ে ফায়ার সার্ভিস কাউখালী ইউনিট ঘটনাস্থলে আসে এবং টিম লিডার মজিবুর রহমানের নেতৃত্বে ডুবুরী দল উদ্ধার কাজ চালায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিজয় বড়ুয়ার নিস্তেজ দেহ উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ডাক্তার সাগর বড়ুয়া জানান, দীর্ঘ সময় গভীর পানিতে তলিয়ে থাকা শিশু বিজয় হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে। তবুও আমরা নিয়মতান্ত্রিকভাবে সব চেষ্টা চালিয়েছি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে কাউখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।’





