নাটোরে ট্রাকচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ
শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ | ছবি: সংগৃহীত
0

নাটোরের বনবেলঘড়িয়া বাইপাসে ট্রাক চাপায় দিদারুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেড় ঘণ্টাব্যাপী নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় নাটোরে বনবেলঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, আজ সকাল ৭টার দিকে বাইসাইকেল নিয়ে প্রাণ কোম্পানিতে কাজে যাচ্ছিলেন ছাতনী ইউনিয়নের হারিগাছা গ্রামের দিদারুল ইসলাম। এসময় বনবেলঘড়িয়ার সরকারী শিশু পরিবারের সামনে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলের মৃত্যু হয় তার।

আরও পড়ুন:

এ ঘটনায় পরে স্থানীয়রা ট্রাক চালকের শাস্তির দাবিতে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে আটকে পরে বিপুল সংখ্যক যানবাহন।

এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ ট্রাক চালককে একডালা এলাকা থেকে আটক করে। পরে প্রায় দেড় ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

এফএস