যশোরে অটোরিকশা ও ইজিবাইক বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ-স্মারকলিপি

স্মারকলিপি প্রদান
স্মারকলিপি প্রদান | ছবি: এখন টিভি
0

ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধের অভিযান স্থগিতের দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শত শত চালক। একই সঙ্গে, তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন। যশোর জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঘেরাও কর্মসূচি পালন করে।

যানজটের কারণে সম্প্রতি যশোর পৌরসভা লাইসেন্স বিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধে অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর প্রতিবাদে আজ দুপুরে শহরের ঈদগাহ মোড়ে জড়ো হন চালকরা।

এরপর সেখানে সংক্ষিপ্ত সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এসময় মিছিলে অংশগ্রহণকারী চালকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন:

পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন শ্রমিক নেতৃবৃন্দ। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ব্যাটারিচালিত এই যানগুলো বন্ধ করে দিলে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে। স্বল্প আয়ের মানুষরা ঋণ নিয়ে এই যানগুলো কিনেছেন।

হঠাৎ করে এগুলো বন্ধ করে দিলে তারা ঋণের বোঝা মাথায় নিয়ে বিপাকে পড়বেন। এই পরিস্থিতিতে, অভিযান স্থগিত করে তাদের জন্য একটি টেকসই সমাধান বের করার আবেদন জানানো হয়েছে।

শ্রমিক নেতারা জানিয়েছেন, শ্রমিকদের স্বার্থবিরোধী এই ধরনের অভিযান পরিচালনা করা যাবে না। যদি তাদের দাবি মেনে না নেয়া হয়, তবে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের ডাক দেবেন।

সেজু