ময়মনসিংহে শিক্ষা দিবস দিবস পালন

ছাত্র ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা
ছাত্র ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা | ছবি: এখন টিভি
5

শিক্ষা আন্দোলনের ৬৩তম দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই ভাষা আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের সম্মানে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর মালগুদামস্থ জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অনিক রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক শিপন হৃদয়, সাংগঠনিক সম্পাদক তাহমিদ রেদোয়ান প্রমুখ।

জেলা ছাত্র ইউনিয়ন সহ-সভাপতি অনিক রঞ্জন বিশ্বাস বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ বাতিল চাওয়ার নামে বাঙালির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধ্বংসের অপচেষ্টা নির্দিষ্ট জনগোষ্ঠীর মুখোশ খুলে দেয় যা তাদের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে ইঙ্গিত করে।’

আরও পড়ুন:

এসময় শিক্ষার্থীদের সকল গণতান্ত্রিক আন্দোলনে আগামী দিনের লড়াই সংগ্রাম জারি রাখার ঘোষণা দেন তিনি।

সভা শেষে শহিদদের স্মরণে অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শপথ বাক্য পাঠ করান অনিক রঞ্জন বিশ্বাস।

এসএস