এ দিন ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ থেকে ছাত্র-জনতাকে নিতে ট্রেনটি বরাদ্দ করেছে সরকার। ট্রেনটি ছাত্র-জনতাকে কর্মসূচি শেষে ঢাকা থেকে আবার নারায়ণগঞ্জে নিয়ে আসবে।
নারায়ণগঞ্জ রেলওয়ে সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা পথে ১০টি কোচ নিয়ে ৫১০ আসন সংখ্যার এ বিশেষ ট্রেনটি ছেড়ে গেছে বেলা সাড়ে ১০টায়। এ দিন রাত ৭টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আরেকটি ফ্রি ট্রেন ছেড়ে যাবে।
আরও পড়ুন:
সরেজমিনে দেখা যায়, এ ট্রেনে ছাত্র-জনতার চেয়ে সাধারণ যাত্রীর সংখ্যাই বেশি ছিল। তবে ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের মতো ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়নি।
যাত্রীদের জানান, জুলাই গণঅভ্যুথান দিবসে ফ্রি ট্রেন সার্ভিস পেয়ে তারা ভীষণ খুশি।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, ‘আজ যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে। আর যেকোনো নাশকতা এড়াতে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।’





