পাহাড় কাটায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা

পাহাড় কেটে তৈরি করা হয়েছিল ফুটবল মাঠ
পাহাড় কেটে তৈরি করা হয়েছিল ফুটবল মাঠ | ছবি: এখন টিভি
0

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে কোয়ান্টাম ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক এনফোর্সমেন্ট মামলায় ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ (বুধবার, ৩০ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহম্মেদ।

তিনি জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা-৭ এর আলোকে কোয়ান্টাম ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানকে ৫৫ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

এ বিষয়ে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘এনফোর্সমেন্ট মামলায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে পাহাড় কাটার দায়ে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অধিদপ্তরের অভিযান চলমান থাকবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

প্রসঙ্গত, পরিবেশ আইন অমান্য করে প্রায় এক যুগ আগে লামার সরই ইউনিয়নে বিশাল পাহাড় কেটে দেশের সর্বোচ্চ উঁচু স্থানে ফুটবল মাঠ তৈরি করে আলোচনায় আসে কোয়ান্টাম ফাউন্ডেশন।

এসএস