আজ (মঙ্গলবার, ১৭ জুন) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২), একই উপজেলার মোতালেব হোসেন (৩৩)।
অন্যদিকে, নবাবগঞ্জে নিহত ট্রাকচালক হলেন পার্বতীপুর উপজেলার চন্ডিপুর এলাকার হায়দার আলীর ছেলে আলম (২৮)।
ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল পৌনে ৭টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ী অভিমুখে মোটরসাইকেলটি যাওয়ার সময় অপরটির থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। অপর আরোহীকে হাসপাতালে নেয়ার সময় তারও মৃত্যু হয়।’