নারায়ণগঞ্জে ইয়ার্ন মাচের্ন্টের নির্বাচন অনুষ্ঠিত

ইয়ার্ন মাচের্ন্টের নির্বাচন
ইয়ার্ন মাচের্ন্টের নির্বাচন | ছবি: এখন টিভি
0

প্রায় ছয় বছর পর সুতা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের দুই বছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২৪ মে) শহরের টানবাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে দুই বছর মেয়াদি ওই কমিটির নির্বাচনে ভোটগ্রহণ হয়।

শনিবার অ্যাসোসিয়েট প্যানেলের জন্য ভোটগ্রহণ করা হয়। এর আগে জেনারেল পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৫ জন নির্বাচিত হন। ২১ সদস্যের কার্যকরী কমিটির মধ্যে ১৫ জন জেনারেল ও ছয়জন অ্যাসোসিয়েট সদস্য নির্বাচিত হয়। পরবর্তীতে নির্বাচিত ২১ জন বেয়ারার গোপন ভোটে সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক নির্বাচন করা হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, অ্যাসোসিয়েট পদের ছয়জনের বিপরীতে প্রার্থী হয়েছেন আটজন। তারা হলেন মাহফুজুর রহমান খান মাহফুজ, মোহাম্মদ মুসা, মো. মজিবুর রহমান, ফয়সাল আহমেদ দোলন, মোহাম্মদ জাহিদ হাসান, জীবন সাহা, খাইরুল ইসলাম ও কামরুল ইসলাম।

এরমধ্যে খাইরুল ইসলাম ও কামরুল ইসমার স্বতন্ত্র প্রার্থী। বাকিরা একটি প্যানেল। অ্যাসোসিয়েট গ্রুপে ১৬২ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১৫৪টি ভোট কাস্ট হয়েছে।

কমিশন সূত্র আরও জানায়, নির্বাচনে প্রবীর কুমার সাহা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে কমিশনার হিসেবে রয়েছেন হাবিব ইব্রাহিম ও ব্যারিস্টার মেহেদী হাসান।

প্রবীর কুমার সাহা বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত চলে।’

এনএইচ