নিহতরা হলেন, সদর উপজেলার মরাকুড়ি এলাকার আব্দুল মজিদের ছেলে রাজমিস্ত্রি সজিব (২০) ও মৃত আফসার আলীর ছেলে কৃষক সুরুজ মিয়া (৫৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে সদর উপজেলার মরাকুড়ি এলাকায় আকস্মিকভাবে কালবৈশাখী ঝড় শুরু হলে একটি গাছের নিছে আশ্রয় নেন রাজমিস্ত্রি সজিব। হঠাৎ করে তার ওপর গাছ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে একই এলাকার বাসিন্দা সুরুজ মিয়া বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। আকস্মিক ঝড়ে গাছের একটি ডাল তার মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।