নিহত সাবিকুন নাহার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। আহত যুবক পৌর এলাকার বড় ইন্দারা মোড় এলাকার জাফর আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান, রোববার বিকেল ৫টার দিকে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে আমনুরা সড়কের ধি-নগর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দু'জন আহত হয়। খবর পেয়ে দু'জনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবিকুন্নাহারকে মৃত ঘোষণা করেন।
এছাড়া আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মতিউর রহমান বলেন, 'নিহত তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহত যুবককে রাজশাহী পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। নিহত ও আহত দুইজনের সম্পর্ক নিশ্চিত করতে পারেনি ওসি।'





