বাকৃবিতে দুই দিনব্যাপী ‘থার্ড ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভাল’ উদ্বোধন

ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভাল শুরু
ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভাল শুরু | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী শুরু হয়েছে থার্ড ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভাল। যেখানে উপস্থিত থেকে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন দেশের স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিরা। রয়েছে ক্যারিয়ার বিষয়ক নানা আয়োজন। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) সকালে বাকৃবি সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ইনচার্জ অধ্যাপক ড. জিএম মুজিবুর রহমান।

এরপর এসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ‘আইফার্মার’ কর্তৃক কর্মশালাসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বর্ণিল কলেবরে সাজানো হয়েছে পুরো আয়োজনটি। অনুষ্ঠানে আলোচকরা তুলে ধরেন, শুধু কেবল সরকারি চাকরিতে ক্যারিয়ার নয় বরং উদ্যোক্তা থেকে শুরু করে বাংলাদেশ প্রাইভেট সেক্টরে কোম্পানিগুলো কীভাবে নিজেদের উন্নত ক্যারিয়ার গড়া যায় সে সম্পর্কে অনুপ্রেরণামূলক বক্তব্য তুলে ধরা হয়।

আগামীকাল (শনিবার, ২৯ নভেম্বর) জাতীয় ক্যারিয়ার কার্নিভালে সকাল ১০টা থেকে শুরু হবে চাকরি মেলা। এ মেলায় ২০টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে। চাকরি মেলার একটি নির্দিষ্ট ‘স্টার্ট-আপ কর্নার’-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু স্টার্ট-আপ থাকবে। এ মেলায় শিক্ষার্থীরা চাকরি মেলায় অংশগ্রহণকারী কোম্পানিগুলির কাছে তাদের সিভি জমা দেয়ার সুযোগ পাবে। তাছাড়া কোম্পানিগুলি ক্যাম্পাসের মধ্যে একটি নির্দিষ্ট এলাকায় পৃথক আবেদনকারীর ভাইভা নেয়ার সুযোগ পাবে বলে আয়োজকরা জানায়।

এসএস