পাকিস্তান সফরে নাগরিকদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পতাকা
পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পতাকা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পাকিস্তান ভ্রমণ করতে আগ্রহী আমেরিকান নাগরিকদের সতর্ক করে জানিয়েছে যে, দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি গুরুতর ঝুঁকিপূর্ণ। গত ২৬ জানুয়ারি আপডেট করা ট্রাভেল অ্যাডভাইজরিতে ডিপার্টমেন্ট উল্লেখ করেছে যে, পাকিস্তানে অপরাধ, সন্ত্রাসবাদ, নাগরিক বিশৃঙ্খলা এবং অপহরণের ঝুঁকি রয়েছে। তাই দেশটিকে লেভেল ৩ উচ্চ ঝুঁকিভিত্তিক সতর্কতায় রাখা হয়েছে, যেখানে আক্রমণ অপ্রত্যাশিতভাবে ঘটতে পারে।

বিস্তারিত লক্ষ্যবস্তুতে রয়েছে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, বিমানবন্দর, স্কুল, হাসপাতাল, ধর্মীয় স্থান, পর্যটন এলাকা এবং সরকারি ও সামরিক স্থাপনা। খাইবার পাখতুনখোয়ার কিছু অঞ্চলকে লেভেল ৪ বা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে সরকারি কর্মকর্তাদের এবং দ্বৈত নাগরিকদের প্রতি অপহরণ ও হত্যার চেষ্টা বেশি হয়।

আরও পড়ুন:

অ্যাডভাইজরিতে আরও জানানো হয়েছে যে, স্থানীয় আইন অনুযায়ী অনুমতি ছাড়া প্রতিবাদে অংশ নেয়া নিষিদ্ধ এবং কিছু আমেরিকান নাগরিককে এ কারণে আটক করা হয়েছে। তাই যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় সফর পুনর্বিবেচনা করার ও অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

এনএইচ