১১ দলের জোটের পক্ষে জনজোয়ার দেখে একটি দল ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম
এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম |
0

আগামী নির্বাচনে জামায়াতসহ ১১ দলীয় জোটের পক্ষে জনমানুষের জনজোয়ার তৈরি হওয়ায় একটি দল ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) বিকেলে ঢাকার বাড্ডায় নির্বাচনি প্রচার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘যাদের পক্ষ থেকে ১১ দলের জোটের ওপর আক্রমণ করা হচ্ছে, সামনে তারা আরও আক্রমণ বাড়াবে। কারণ জনগণের ওপর তাদের ভরসা কম। যেহেতু ১১ দলের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে, সেই জনজোয়ারকে, তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা ভয় পাচ্ছে। ফলে তারা বলপ্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাঁধা সৃষ্টির চেষ্টা করছে।’

আরও পড়ুন:

তিনি দাবি করে বলেন, ‘নির্বাচনি প্রচার-প্রচারণায় দেশব্যাপী ১১ দলের জোটের নারী কর্মীদেরও আক্রমণ করা হচ্ছে। আর এ ধরনের আক্রমণের ঘটনায় যখন প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, তখন এটিকে আমরা আর লেভেল প্লেয়িং ফিল্ড বলতে পারি না।’

এনসিপির আহবায়ক আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে রিপোর্ট করছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা তাদের বলে আসছি যে এটা চললে একপাক্ষিক নির্বাচন হবে। এখনই না থামানো গেলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আর থাকবে না।’

জেআর