টানা ৪ দিন বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, প্রজ্ঞাপন জারি

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) ও গণভোট (Referendum) উপলক্ষ্যে দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (Educational Institutions) টানা ২ দিনের ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একনজরে ছুটির ক্যালেন্ডার (Election Holiday 2026)

তারিখ (Date) দিন (Day) বিবরণ (Details)
১১ ফেব্রুয়ারি, ২০২৬ বুধবার নির্বাচনকালীন ছুটি (Election Holiday)
১২ ফেব্রুয়ারি, ২০২৬ বৃহস্পতিবার ভোটের দিন সাধারণ ছুটি (General Holiday)
১৩ ফেব্রুয়ারি, ২০২৬ শুক্রবার সাপ্তাহিক ছুটি (Weekly Holiday)
১৪ ফেব্রুয়ারি, ২০২৬ শনিবার সাপ্তাহিক ছুটি (Weekly Holiday)

* সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন:

ছুটির সময়সূচি (Holiday Schedule)

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই দুই দিন দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সাধারণ ছুটির পরপরই ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি (Weekly Holiday) থাকায় শিক্ষার্থীরা একনাগাড়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন। মূলত ভোটারদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুবিধার্থেই এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি নির্দেশনা (Important Directives)

ছুটির প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ছুটির আওতায় থাকবেন। তবে যারা সরাসরি নির্বাচনের দায়িত্বে (Election Duty) নিয়োজিত থাকবেন, তাদের ক্ষেত্রে এই ছুটি কার্যকর হবে না। তারা নির্দিষ্ট ভোটকেন্দ্রে তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন:


এসআর