থাইল্যান্ডে সম্পূর্ণ অর্থায়িত সরকারি স্কলারশিপের গুরুত্বপূর্ণ তথ্য একনজরে
- সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি (Fully Funded): কোনো টিউশন ফি লাগবে না।
- আসন সংখ্যা (Total Seats): বিশ্বের বিভিন্ন দেশের জন্য মোট ১০৭টি।
- অংশগ্রহণকারী প্রতিষ্ঠান (Universities): থাইল্যান্ডের ২৪টি শীর্ষ বিশ্ববিদ্যালয়।
- বয়সসীমা (Age Limit): আবেদনকারীর বয়স ৫০ বছরের নিচে হতে হবে।
- যাতায়াত (Travel): রিটার্ন বিমান টিকিট ও এয়ারপোর্ট পিকআপ সুবিধা।
- চিকিৎসা (Health): থাইল্যান্ডে অবস্থানকালীন চিকিৎসা সুবিধা।
- শেষ সময় (Deadline): ২৩ ফেব্রুয়ারি, ২০২৬।
বিবরণ (Category)
তথ্য (Details)
স্কলারশিপের নাম
Thailand International Postgraduate Programme (TIPP)
কোর্সের ধরন
ফুল-টাইম মাস্টার্স ডিগ্রি
মোট আসন
১০৭টি (বিশ্বজুড়ে)
আবেদনের শেষ সময়
২৩ ফেব্রুয়ারি, ২০২৬
আরও পড়ুন:
আর্থিক সুবিধা ও মাসিক ভাতা (Financial Benefits & Allowances)
আর্থিক সুবিধার দিক থেকে এই বৃত্তিটি অত্যন্ত আকর্ষণীয়। নির্বাচিত শিক্ষার্থীদের নিজ দেশ থেকে থাইল্যান্ডে যাতায়াতের জন্য রিটার্ন ইকোনমি ক্লাস বিমান টিকিট (Return Economy Class Air Ticket) ও এয়ারপোর্ট পিকআপ সার্ভিসের ব্যবস্থা করা হবে। পড়াশোনা চলাকালীন প্রতি মাসে জীবনযাপন ভাতা (Living Allowance) হিসেবে ৭ হাজার থাই বাত এবং আবাসন ভাতা (Accommodation Allowance) হিসেবে আরও ৭ থেকে ৯ হাজার বাত প্রদান করা হবে। এছাড়া সম্পূর্ণ টিউশন ফি মওকুফ (Full Tuition Fee Waiver) করার পাশাপাশি বই কেনার জন্য বছরে ১০ হাজার বাত বই ভাতা এবং থাইল্যান্ডে প্রথম আগমনের সময় এককালীন ৬ হাজার বাত সেটেলমেন্ট মানি (Settlement Money) দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা (Eligibility & Age Limit)
আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং বয়স ৫০ বছরের (Age under 50) নিচে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীর ন্যূনতম স্নাতক বা ব্যাচেলর ডিগ্রি (Bachelor's Degree) এবং ইংরেজি ভাষায় ভালো দখল (English Proficiency Proof) থাকা আবশ্যক। তবে এই বৃত্তির অধীনে পড়াশোনা চলাকালীন কোনো ধরনের খণ্ডকালীন চাকরি (Part-time job) করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং পরিবারের কোনো সদস্যকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডে অবস্থান করা যাবে না।
অধ্যয়নের বিশেষ ক্ষেত্রসমূহ (Major Fields of Study)
এই স্কলারশিপের আওতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals - SDGs) সংশ্লিষ্ট বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—জলবায়ু পরিবর্তন ও পরিবেশ (Climate Change and Environment), কৃষি ও খাদ্য নিরাপত্তা (Agriculture and Food Security), জনস্বাস্থ্য (Public Health), এবং বায়ো-সার্কুলার-গ্রিন অর্থনীতি মডেল (Bio-Circular-Green Economy Model)। অংশগ্রহণকারী ২৪টি বিশ্ববিদ্যালয় (24 Participating Universities) এসব বিষয়ের ওপর উন্নত গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে।
প্রয়োজনীয় নথিপত্র ও আবেদন পদ্ধতি (Required Documents & How to Apply)
আগ্রহী প্রার্থীরা থাইল্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (TICA)-এর নির্ধারিত অনলাইন পোর্টালে (Online Application Portal) গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের জন্য টিআইপিপি আবেদন ফরম, মেডিকেল রিপোর্ট (Medical Report), সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র, ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র (IELTS/TOEFL) এবং অন্তত ৩ জনের সুপারিশপত্রসহ (Recommendation Letter) একটি থিসিস প্রপোজাল (Thesis Proposal) জমা দিতে হবে। সব কাগজপত্র স্পষ্ট এবং সঠিক কি না তা যাচাই করে সাবমিট করতে হবে।
- আবেদনের শেষ সময় (Application Deadline): ২৩ ফেব্রুয়ারি, ২০২৬।
- আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
একনজরে থাইল্যান্ডে সরকারি বৃত্তির সুযোগ-সুবিধা (Scholarship Benefits at a Glance)
সুবিধার ধরন (Benefit Type) পরিমাণ/বিবরণ (Amount/Details) টিউশন ফি (Tuition Fee) সম্পূর্ণ মওকুফ (Fully Covered) জীবনযাপন ভাতা (Living Allowance) প্রতি মাসে ৭,০০০ থাই বাত আবাসন ভাতা (Accommodation) প্রতি মাসে ৭,০০০ - ৯,০০০ থাই বাত বিমান টিকিট (Air Ticket) যাওয়া-আসার ইকোনমি ক্লাস টিকিট বই ভাতা (Book Allowance) বছরে ১০,০০০ থাই বাত সেটেলমেন্ট মানি (Settlement) এককালীন ৬,০০০ থাই বাত
আরও পড়ুন:





