থাইল্যান্ডে সরকারি স্কলারশিপে মাস্টার্স করার সুযোগ: থাকা-খাওয়া ও বিমান টিকিট ফ্রি!
বিদেশে উচ্চশিক্ষার (Study Abroad) স্বপ্ন দেখছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে থাইল্যান্ড সরকার। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ থাইল্যান্ড ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ (Thailand International Postgraduate Programme - TIPP) এর আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা এই কর্মসূচির আওতায় থাইল্যান্ডের ২৪টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ফুল-টাইম মাস্টার্স ডিগ্রি (Full-time Master's Degree) অর্জনের জন্য আবেদন করতে পারবেন। থাইল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত এই বৃত্তিটি একটি সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ (Fully Funded Scholarship), যার মাধ্যমে নির্বাচিত ১০৭ জন শিক্ষার্থীকে যাবতীয় শিক্ষা ও জীবনযাত্রার ব্যয় প্রদান করা হবে।