আজ (রোববার, ২৫ জানুয়ারি) লাহোরে সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করে পিসিবি।
১৫ সদস্যের এ স্কোয়াডে প্রথমবারের মতো আইসিসির মেগা ইভেন্টে জায়গা পেয়েছেন সালমান আঘা, ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান এবং উসমান তারিক। স্কোয়াডে থাকা বাকি ৯ ক্রিকেটার এর আগেও খেলেছেন বিশ্বকাপের বড় মঞ্চে।
আরও পড়ুন:
ঘোষিত এ দলে বাবর আজম জায়গা পেলেও নেই মোহাম্মদ রিজওয়ান। অবশ্য দল ঘোষণা করলেও বিশ্বকাপে পাকিস্তান যাবে কি না, তা নিয়ে এখনো আছে প্রশ্ন।
দল ঘোষণার পরই পিসিবি নির্বাচক আকিব জাভেদ জানান, দল ঘোষণা করা হলেও সরকারই বিশ্বকাপ যাওয়ার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।





