বাংলাদেশকে যেকোনো মূল্যে বিশ্বকাপ খেলতে দেয়া উচিত: পিসিবি চেয়ারম্যান

পিসিবি চেয়ারম্যান ও এসিসির প্রেসিডেন্ট মহসিন নাকভি
পিসিবি চেয়ারম্যান ও এসিসির প্রেসিডেন্ট মহসিন নাকভি | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশকে যেকোনো মূল্যে বিশ্বকাপ খেলতে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভী। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে আইসিসি। তারা বড় স্টেকহোল্ডার। তাদেরকে যেকোনো মূল্যে বিশ্বকাপ খেলতে দেয়া উচিত।’

মহসীন নাকভী আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না সে সিদ্ধান্ত নেবে সরকার। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার জন্য অপেক্ষা করছি।’

আরও পড়ুন:

অন্যদিকে নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সমর্থন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি জানান, বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান টি-টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে এ সিদ্ধান্তের পক্ষে থাকবেন তিনি।

সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টকে নাজাম শেঠি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে। তবে দেখার বিষয়, পাকিস্তান শেষ পর্যন্ত কী করে।’

পাকিস্তানের জন্য এটি একটি কঠিন সিদ্ধান্ত হবে বলেও মনে করেন তিনি। ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থেকে বাংলাদেশ সঠিক অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

এএইচ