রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় | ছবি: এখন টিভি
3

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় এ ইউনিটের ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিজ নিজ ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।

প্রকাশিত ফলে দেখা গেছে, ‘এ’ ইউনিটের দুই শিফটের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ‘এ-২’ শিফট। ‘এ-১’ শিফটের পাসের হার ২৩ দশমিক ১৫ শতাংশ, আর ‘এ-২’ শিফটের পাসের হার ২৬ দশমিক ৩২ শতাংশ।

এর আগে, গত ১৭ জানুয়ারি দুই শিফটে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনি প্রশ্নপত্রে এ পরীক্ষায় ১০০ নম্বরের বিপরীতে মোট ৮০টি প্রশ্ন ছিল।

সময় নির্ধারিত ছিল এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ছিল ১ দশমিক ২৫ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হয়েছে শূন্য দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয় ৪০।

দুই শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রথম শিফটে ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫২ হাজার ৬৫৭ জন। এ শিফটে উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ১৭ শতাংশ।

দ্বিতীয় শিফটে ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫২ হাজার ৭৩ জন, উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ১৬ শতাংশ।

এএইচ