নিজের প্রতীক চেনাতে সকাল থেকেই চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা, চায়ের আড্ডাসহ জনসমাগম স্থানে। নগরীর রায়পাড়া, ১ নম্বর ওয়ার্ড থেকে সকাল ১১টা থেকে প্রচার কার্যক্রম শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। এসময় তিনি ১ নম্বর ওয়ার্ডের প্রতিটি সড়কে ও জনসমাগম স্থানে তার নির্বাচনি প্রচারণা চালান।
এসময় দলটির ওয়ার্ড ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত থেকে তার পক্ষে মিছিল ও লিফলেট, হ্যান্ডবিল প্রচারণা করেন এবং ভোটারদের কাছ থেকে ধানের শীষে ভোট চান।
আরও পড়ুন :
এসময় তিনি নির্বাচিত হলে সবার সহযোগিতায় সব ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীকে আইনের আওতায় আনার কথা বলেন পাশাপাশি নারীদের জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
রাজশাহী সংসদীয় ২ আসন গুরুত্বপূর্ণ আসন। রাজপাড়া ও বোয়ালিয়া থানা নিয়ে গঠিত এ আসনটি। ৬ জন প্রার্থী লড়ছেন এই আসন থেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টি মনোনীত মু. সাঈদ নোমান, নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম, বাংলাদেশ লেবার পার্টির মো. মেজবাউল ইসলামসহ স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ এ আসনে নির্বাচন করছেন।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ২৫১ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩০৫ জন।





