চ্যাম্পিয়ন ও রানার্সআপের প্রাইজমানি (Champion & Runners-up Prize Money)
এবারের বিপিএলে প্রাইজমানির অংক ছিল বেশ আকর্ষণীয়।
- চ্যাম্পিয়ন (Champion): শিরোপাজয়ী রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা।
- রানার্স-আপ (Runners-up): চট্টগ্রাম রয়্যালস শিরোপা না জিতলেও প্রাইজমানি হিসেবে পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
আরও পড়ুন:
ফাইনাল ও টুর্নামেন্টের সেরা যারা (Match & Tournament Performers)
ব্যক্তিগত পারফরম্যান্সে এবারের আসর মাতিয়েছেন দেশি ক্রিকেটাররা:
ফাইনালের সেরা (Player of the Final): রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম ফাইনালে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। তিনি প্রাইজমানি পেয়েছেন ৫ লাখ টাকা।
টুর্নামেন্টসেরা (Player of the Tournament): রেকর্ড ২৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন শরীফুল ইসলাম। তিনি এই পুরস্কারের জন্য পেয়েছেন ১০ লাখ টাকা।
সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (Highest Wicket Taker): শরীফুল ইসলাম সর্বোচ্চ ২৬ উইকেট নেওয়ার জন্য আলাদাভাবে আরও ৫ লাখ টাকা পেয়েছেন। অর্থাৎ তিনি মোট ১৫ লাখ টাকা (শরীফুল ইসলাম কত টাকা পেলেন) পুরস্কার হিসেবে জিতেছেন।
সর্বোচ্চ রান সংগ্রাহক (Highest Run Scorer): সিলেট টাইটানসের পারভেজ হোসেন ইমন ৩৯৫ রান করে পেয়েছেন ৫ লাখ টাকা।
আরও পড়ুন:
উদীয়মান ও সেরা ফিল্ডার (Emerging Player & Best Fielder)
নতুনদের মধ্যে আলো ছড়িয়েছেন রিপন মণ্ডল।
ইমার্জিং প্লেয়ার (Emerging Player of the Tournament): ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে রাজশাহীর রিপন মণ্ডল পেয়েছেন ৩ লাখ টাকা।
সেরা ফিল্ডার (Best Fielder): ১১ ম্যাচে ১০টি ক্যাচ ধরে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন রংপুর রাইডার্সের লিটন দাস। তিনি পেয়েছেন ৩ লাখ টাকা।
আরও পড়ুন:
বিপিএল ২০২৬: বিজয়ীদের তালিকা ও প্রাইজমানি (BPL 2026 Awards List)
পুরস্কারের নাম (Award)
বিজয়ীর নাম (Winner)
প্রাইজমানি (টাকায়)
🏆 চ্যাম্পিয়ন (Champion)
রাজশাহী ওয়ারিয়র্স
২ কোটি ৭৫ লাখ টাকা
🥈 রানার্স-আপ (Runners-up)
চট্টগ্রাম রয়্যালস
১ কোটি ৭৫ লাখ টাকা
টুর্নামেন্টসেরা (MVP)
শরীফুল ইসলাম (২৬ উইকেট)
১০ লাখ টাকা
ফাইনাল সেরা (Final MoM)
তানজিদ হাসান তামিম (১০০ রান)
৫ লাখ টাকা
সর্বোচ্চ রান সংগ্রাহক
পারভেজ হোসেন ইমন (৩৯৫ রান)
৫ লাখ টাকা
সর্বোচ্চ উইকেট শিকারী
শরীফুল ইসলাম (২৬ উইকেট)
৫ লাখ টাকা
উদীয়মান খেলোয়াড়
রিপন মণ্ডল (১৭ উইকেট)
৩ লাখ টাকা
সেরা ফিল্ডার
লিটন দাস (১০টি ক্যাচ)
৩ লাখ টাকা
আরও পড়ুন:



