চট্টগ্রামে যুবক হত্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ

পুলিশের সংবাদ সম্মেলন
পুলিশের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের বায়েজিদে যুবককে হত্যা করে দেহ খণ্ডবিখণ্ড করার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ২৩ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে তাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বায়েজিদের পাঠানপাড়ায় অভিযান চালিয়ে সুফিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০ জানুয়ারি শহীদনগর থেকে পলিথিনে মোড়া মানবদেহের দুটি হাত উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিক সেই হাত দুটো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে নিহত আনিছের পরিচয় শনাক্ত হলে রহস্য উদঘাটনে নামে পুলিশ।

আরও পড়ুন:

সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের পর সুফিয়া আক্তার জানান, আনিছের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। সম্প্রতি মনোমালিন্য হলে তাকে হত্যার পরিকল্পনা করে সুফিয়া।

একপর্যায়ে বাসায় ডেকে এনে আরও কয়েকজনের সহায়তায় আনিছকে হত্যা করা হয়।

এসএস