নতুন এই চুক্তি অনুযায়ী, বাইটড্যান্স নতুন সংস্থায় মাত্র ২০ শতাংশ শেয়ার রাখবে, বাকিটা ৮০ শতাংশই থাকছে নতুন বিনিয়োগকারীদের কাছে। প্রধান শেয়ারহোল্ডারের মধ্যে আছেন ওরাকল, সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এমজিএক্স, প্রত্যেকে ১৫ শতাংশ শেয়ার রাখবে। এছাড়া ডেলের সিইও-র বিনিয়োগ প্রতিষ্ঠানও ডিএফও এতে শেয়ার নিয়েছে।
চুক্তিটি সম্পর্কে প্রথম গত জানা যায়, মুলত এই চুক্তি ফলে মার্কিন সরকারের সম্ভাব্য নিষেধাজ্ঞার আগেই সুরক্ষিত হলো অ্যাপটি। টিকটকের সিইও শু চিউ কর্মীদের জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে অ্যাপটি যুক্তরাষ্ট্রে চালু থাকবে।
আরও পড়ুন:
নতুন বিনিয়োগকারীরা মার্কিন ব্যবহারকারীর ডাটা ওরাকলের সেফ ক্লাউডে সংরক্ষণ করবে। এছাড়া টিকটকের অ্যালগরিদম এখন থেকে মার্কিন ব্যবহারকারীর ডাটা অনুসারে পুনঃপ্রশিক্ষণ করা হবে এবং কনটেন্ট মনিটরিংও করা হবে।
তবে মার্কিন ব্যবহারকারীরা আন্তর্জাতিক কনটেন্টও দেখতে পারবেন, আর কনটেন্ট ক্রিয়েটররা তাদের দর্শকও ধরে রাখতে পারবেন। সাত সদস্যের বোর্ড মার্কিন সংস্থার এর তদারকি করবে, যার বেশিরভাগ সদস্য মার্কিন নাগরিক, তাদের মধ্যে শু চিউ, এগন ডারবান, কেনেথ গ্লুক ও ডেভিড স্কট রয়েছেন।




