ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ: যেভাবে দেখবেন আপনার রেজাল্ট

ডাক ও টেলিযোগাযাগ বিভাগের লোগো
ডাক ও টেলিযোগাযাগ বিভাগের লোগো | ছবি: বাসস
0

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে (Department of Posts and Telecommunications) নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে তিনটি পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল (Practical Exam Result) প্রকাশিত হয়েছে। এতে মোট ৯৬ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোন কোন পদের ফল প্রকাশিত হয়েছে? (Post-wise Result List)

প্রকাশিত ফলাফল অনুযায়ী যে তিনটি পদের প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন, সেগুলো হলো:

  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (Steno Typist Cum Computer Operator)
  • কম্পিউটার অপারেটর (Computer Operator)
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist)

মৌখিক পরীক্ষার তথ্য (Viva Voce Exam Update)

ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এই ৯৬ জন প্রার্থী এখন পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষায় (Oral/Viva Exam) অংশ নেবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএসের (SMS Notification) মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি এই পদগুলোর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

বিভাগ স্পষ্ট জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ বা ডিএ (TA/DA Allowance) প্রদান করা হবে না।

আরও পড়ুন:

এফএস