রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামে প্রবাসী মারুফের ঘরের চালে রেখে যাওয়া কবুতর, গোয়ালে গাভী এখন দেখাশোনা করছেন তার বাবা আবদুল মালেক। গোয়ালের কয়েকটি গাভী বিক্রি ও ঋণ করা টাকায় স্বপ্নযাত্রা ছিল মারুফের। ৭২ হাজার টাকার ডলার সঙ্গে ছিল তার। ধাপে ধাপে দালালকে পরিশোধ করতে হয় আরও ১০ লাখ টাকা। প্রায় পাঁচ মাস লিবিয়া থাকার পর নিখোঁজ হয় সে। ক্ষণে ক্ষণে ছেলের কথা মনে করে কাঁদেন মা আনোয়ারা বেগম।
তিনি বলেন, ‘আমি বলছিলাম যে, যাস না তুই। বলে, না আমি যামু। মানুষ যাইতেছে না? কয়েকজনের নাম বলে বললো, হেরা গেছে, আমিও যামু। অনেক খোঁজাখুঁজি হচ্ছে, কোনো খবর পাই ন। দালাল ও দিতে পারে না, আমরাও পাই না।’
ঘুড়ি নিয়ে মাঠে-প্রান্তরে ঘুরে বেড়ানো দুরন্ত জোবায়েরের নাটাই-সুতা এখানো তার শোয়ার ঘরে শোভা পায়। পলাশতলীর এ তরুণের বয়স জাতীয় পরিচয় পত্রে ২১ হলেও মা ফেরদৌসী বেগমের দাবি ছেলের বয়স ১৭ কিংবা ১৮। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে আসায় বুক বেঁধে আছেন তিনি।
ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা আশায় আছি আমার ছেলে ফিরে আসবে। আমরা মা-বাবা তো আশা ছাড়তে পারি না। আমাদের সন্তান আল্লাহ আমাদের বুকে ফিরিয়ে দিক।’
চালের কারখানায় কাজ করতেন উত্তর বাখরনগর ইউনিয়নের তারেক মিয়া। তার নিজের ঘর নেই। মা জামিনা খাতুন জরাজীর্ণ টিনের বেড়ায় কোনোরকম রাত যাপন করেন। স্বজনদের থেকে ঋণ করে ছেলের ইউরোপ যাত্রায় ব্যবস্থা করে দেন প্রায় ১১ লাখ টাকা। ছেলের শোকে কাতর এ মায়ের এখন ঋণ পরিশোধের চাপও বাড়ছে দিন দিন।
আরও পড়ুন:
তারেক মিয়ার মা জামিনা খাতুন বলেন, ‘একটা গোডাউনের ভেতর রেখে আসছে। আমি দেখে বলছি,আমার ছেলে এর মধ্যে কীভাবে বাঁচবে? আমার ছেলে নেই।’
অবৈধ পন্থায় সমুদ্র পথে ইউরোপের দেশে প্রবেশের গল্প পুরনো। যে কারণে মৃত্যু বা হারিয়ে যাওয়ার সংখ্যাও প্রতিবছর দীর্ঘ হয়। তবুও অনিশ্চিত এ গন্তব্যের যাত্রা থেমে নেই।
এমন এক যাত্রাপথে গিয়ে নিখোঁজ হন নরসিংদীর রায়পুরা উপজেলার পাঁচ তরুণ। উপজেলার পলাশতলীর মারুফ ও জোবায়ের, মরজালের কাউসার, উত্তর বাখরনগরের তারেক ও শিপনের যাত্রা ছিল লিবিয়া থেকে গ্রিসে।
এ পাঁচ তরুণকে পৃথক সময়ে প্রথম নেয়া হয় ভারতে। সেখানে থেকে কয়েকটি দেশ ঘুরে যায় লিবিয়ায়। চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেয়ার চুক্তিতে বিনিময় হয় প্রায় অর্ধকোটি টাকা। রুবেল, মামুন ও আল আমিন নামের তিন দালালের মাধ্যমে হয় টাকার হাত বদল। তারা লিবিয়া, গ্রিস ও ইতালি থেকে পৃথকভাবে স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতো।
আরও পড়ুন:
স্বজনদের দাবি, ২০২৪ সালের ১৪ নভেম্বর সমুদ্র পথে সবশেষ গ্রিসে নেয়ার প্রতিশ্রুতি ছিল দালালের। আগের রাতে কেউ ক্ষুদে বার্তায়, কেউ ভিডিও কলে পরিবারকে এ তথ্য জানায়। কিন্তু এরপর থেকে গত চৌদ্দ মাস নিখোঁজ রয়েছেন তারা।
গেম দিতে মিশর, সুদান ও বাংলাদেশের মোট ৩৪ জন ছিলেন একসঙ্গে। রায়পুরার পাঁচ তরুণসহ ওই নৌকায় ছিলেন ১২ বাংলাদেশি। তবে কখনও গেম ছাড়ার কথা, কখনও জেলে আটক থাকার কথা বলে স্বজনদের আশ্বস্ত করলেও দালালরা দিচ্ছে না নিখোঁজদের সঠিক কোনো তথ্য।
লিবিয়ার বেনগাজি থেকে দালাল আল আমিন মোবইলে বলেন, ‘কোনো নিউজ আমরাও পাচ্ছি না, লিবিয়াও পাচ্ছে না। এই বোটের কোনো সন্ধানই পাচ্ছি না।’
স্বজনরা জানান, বিদেশে থাকায় দালালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না তারা। অন্যদিকে, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটিতে আটক থাকা কর্মীদের ক্ষেত্রে তাজুরা জেলে খোঁজ নেয়ার সুযোগ থাকলেও অন্য জেলগুলোতে পরিচয় যাচাইয়ের সুযোগ থাকে না।





