নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটিতে দেশ: কোন প্রতিষ্ঠানের কতদিন জেনে নিন

সরকারি ছুটির গ্যাজেট
সরকারি ছুটির গ্যাজেট | ছবি: এখন টিভি
9

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Assembly Election) উপলক্ষে দেশজুড়ে বড় ধরনের ছুটির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি (Public Holiday) ঘোষণা করা হয়েছে।

একনজরে নির্বাচনের ছুটির আপডেট

  • টানা ৪ দিনের ছুটি: ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা।
  • ১১ ফেব্রুয়ারি (বুধবার): সাধারণ ছুটি ঘোষণা (নতুন সিদ্ধান্ত)।
  • ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): নির্বাচনের দিন সাধারণ ছুটি (পূর্ব নির্ধারিত)।
  • শিল্পাঞ্চলে ৩ দিনের ছুটি: শ্রমিক-কর্মচারীদের জন্য ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) টানা ছুটি।
  • সাপ্তাহিক ছুটি: ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) নিয়মিত ছুটি।
  • জরুরি সেবা: হাসপাতাল, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎসহ জরুরি খাতগুলো ছুটির আওতামুক্ত থাকবে।

আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Press Secretary Shafiqul Alam) এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের (Professor Muhammad Yunus) সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে (Advisers' Council Meeting) এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন:

টানা ৪ দিনের ছুটির হিসাব (Calculation of 4-day continuous holiday)

সাধারণ সরকারি ও বেসরকারি চাকুরিজীবীরা এবার নির্বাচনের আমেজে টানা চার দিনের ছুটি পাচ্ছেন। সূচি অনুযায়ী:

  • ১১ ফেব্রুয়ারি (বুধবার): সাধারণ ছুটি (নতুন ঘোষণা)।
  • ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): নির্বাচনের দিন সাধারণ ছুটি (পূর্ব ঘোষিত)।
  • ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার): সাপ্তাহিক ছুটি।
  • ১৪ ফেব্রুয়ারি (শনিবার): সাপ্তাহিক ছুটি।

এর ফলে সরকারি চাকুরিজীবী ও সাধারণ নাগরিকরা টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন।

শিল্পাঞ্চল ও শ্রমিকদের জন্য বিশেষ ছুটি (Special holiday for industrial workers)

প্রেস সচিব জানান, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হবে।

  • ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার): শিল্পাঞ্চলে ছুটি (অনুমোদিত)।
  • ১১ ও ১২ ফেব্রুয়ারি: সাধারণ ছুটি।

ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা নির্বাচনের আগে ও দিন মিলিয়ে টানা তিন দিন (১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি) ছুটি পাবেন। তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাতায়াত ও ভোট প্রদান সহজ করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

শফিকুল আলম বলেন, “আগেই ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ছুটি নির্ধারিত ছিল। আজ নতুন করে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।”

আরও পড়ুন:

একনজরে: নির্বাচনের টানা ৪ দিনের ছুটির ক্যালেন্ডার, কে কত দিন ছুটি পাচ্ছেন

তারিখ ও বার ছুটির ধরণ কাদের জন্য প্রযোজ্য
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য।
১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি সারা দেশের সকল সরকারি, বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান।
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনী ছুটি ভোটের দিন সারা দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র-শনি) সাপ্তাহিক ছুটি যাদের সাপ্তাহিক ছুটি এই দুই দিন থাকে, তাদের ছুটি টানা ৪ দিন হবে।

বিশেষ দ্রষ্টব্য: ১. শিল্পাঞ্চলের শ্রমিকরা ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৩ দিন ছুটি পাবেন। ২. সরকারি চাকুরিজীবীরা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪ দিন ছুটি পাবেন। ৩. জরুরি সেবা (হাসপাতাল, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস) এই ছুটির আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন:

নির্বাচনের সাধারণ ও বিশেষ ছুটির তালিকা, কার কত দিন ছুটি

প্রেস সচিবের ঘোষণা অনুযায়ী, এই ছুটিগুলো নির্দিষ্ট কিছু ক্ষেত্র ও জনমানুষের জন্য কার্যকর হবে। নিচে কারা এই ছুটির আওতায় থাকবেন তা সহজভাবে দেওয়া হলো:

প্রতিষ্ঠানের ধরণ ছুটির তারিখ মোট ছুটি
সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস ১১ ও ১২ ফেব্রুয়ারি ০২ দিন
শিল্পাঞ্চল (গার্মেন্টস ও কারখানা) ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি ০৩ দিন
শিক্ষা প্রতিষ্ঠান ১১ ও ১২ ফেব্রুয়ারি ০২ দিন
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ১১ ও ১২ ফেব্রুয়ারি ০২ দিন

আরও পড়ুন:

এসআর