একনজরে নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি পাবে না যেসব প্রতিষ্ঠান
- স্বাস্থ্য খাত: হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালস।
- জ্বালানি ও বিদ্যুৎ: পিডিবি, ওয়াসা, তিতাস ও গ্যাস সরবরাহ।
- তথ্য ও প্রযুক্তি: ইন্টারনেট ও টেলিকম অপারেটর।
- জরুরি উদ্ধার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
- বাণিজ্য: সমুদ্র ও স্থলবন্দরের কার্যক্রম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Press Secretary Shafiqul Alam) এই তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে, জনজীবন স্বাভাবিক রাখতে এবং জরুরি প্রয়োজন মেটাতে বেশ কিছু খাত এই ছুটির আওতার বাইরে থাকবে।
আরও পড়ুন:
ছুটির আওতামুক্ত জরুরি সেবাসমূহ (Emergency Services Exempted from Holiday)
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ বা অন্যান্য জাতীয় ছুটির মতোই গুরুত্বপূর্ণ এই সেবাগুলো সাধারণ ছুটির দিনেও চালু থাকবে:
চিকিৎসাসেবা (Medical Services): সরকারি ও বেসরকারি সকল হাসপাতাল, জরুরি বিভাগ, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ডিউটি পালন করবেন। এছাড়া ওষুধ ও চিকিৎসা সামগ্রী (Medicine and Medical Supplies) পরিবহনকারী যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না।
জরুরি পরিষেবা (Utility Services): বিদ্যুৎ (Electricity), পানি (Water), গ্যাস ও জ্বালানি সরবরাহ সংস্থা এবং ফায়ার সার্ভিস (Fire Service) পূর্ণ মাত্রায় সচল থাকবে।
যোগাযোগ ও প্রযুক্তি (Communication & Tech): টেলিফোন ও ইন্টারনেট সেবা (Telephone & Internet service), ডাক বিভাগ (Postal department) এবং পরিচ্ছন্নতা কার্যক্রম ও সংশ্লিষ্ট যানবাহন সচল থাকবে।
বন্দর ও পরিবহন (Ports & Transport): দেশের সকল সমুদ্র ও স্থলবন্দর (Sea and Land Ports) সংশ্লিষ্ট কার্যক্রম চালু থাকবে যাতে পণ্য আমদানি-রপ্তানি ব্যাহত না হয়।
জরুরি দাপ্তরিক কাজ (Emergency Official Activities): যেসব অফিস সরাসরি জননিরাপত্তা ও জরুরি সেবার সাথে যুক্ত, তাদের কার্যক্রমও সীমিত আকারে বা শিফট অনুযায়ী চালু থাকবে।
আরও পড়ুন:
নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
নির্বাচনকালীন সাধারণ ছুটির মধ্যেও জনস্বার্থে যেসব জরুরি সেবা ও প্রতিষ্ঠানগুলো সচল থাকবে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা নিচে টেবিল আকারে দেওয়া হলো:
খাতের নাম (Sector)
সচল থাকবে যেসব প্রতিষ্ঠান ও সেবা
স্বাস্থ্য খাত
সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, জরুরি বিভাগ ও ফার্মাসিউটিক্যালস।
জ্বালানি ও বিদ্যুৎ
পিডিবি (বিদ্যুৎ), ওয়াসা (পানি), তিতাস গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ সংস্থা।
তথ্য ও প্রযুক্তি
ইন্টারনেট সেবাদাতা (ISP), মোবাইল অপারেটর ও টেলিফোন এক্সচেঞ্জ।
জরুরি উদ্ধার
ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট।
বাণিজ্য ও বন্দর
দেশের সকল সমুদ্র বন্দর, স্থলবন্দর এবং কাস্টমস হাউসের কার্যক্রম।
যোগাযোগ ও সংবাদ
ডাক বিভাগ এবং সংবাদপত্রের গাড়ি ও জরুরি সংবাদ আদান-প্রদান সেবা।
আরও পড়ুন:





