একনজরে ফেব্রুয়ারির টানা ছুটির সূচি
ছুটির পর্যায় তারিখসমূহ কারণ প্রথম দফা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি শবে বরাত ও সাপ্তাহিক ছুটি দ্বিতীয় দফা ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও সাপ্তাহিক ছুটি
আরও পড়ুন:
প্রথম দফা: শবে বরাতের ছুটি (Shab-e-Barat Holiday)
প্রথম দফার ছুটির সুযোগটি আসছে পবিত্র শবে বরাত উপলক্ষে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবে বরাত অনুষ্ঠিত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি (Public Holiday) ঘোষণা করা হতে পারে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে মাসের শুরুতেই টানা তিন দিনের অবকাশ (3-Day Long Weekend) কাটানোর সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
দ্বিতীয় দফা: জাতীয় সংসদ নির্বাচনের ছুটি (General Election Holiday)
প্রথম দফার ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফায় ফের দীর্ঘ ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন (National Parliament Election) উপলক্ষে। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের দিন সাধারণ ছুটি (General Holiday) থাকায় এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাবেন চাকরিজীবীরা।
সব মিলিয়ে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহেই দুই দফায় মোট ৬ দিনের ছুটি সরকারি কর্মচারীদের কর্মব্যস্ত জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসবে।
আরও পড়ুন:
ফেব্রুয়ারিতে টানা ছুটি: পর্যটন কেন্দ্রে বুকিংয়ের ধুম
ফেব্রুয়ারি মাসের দুই দফায় টানা ৬ দিনের ছুটির খবর আসতেই দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে (Tourist Spots) শুরু হয়েছে আগাম বুকিংয়ের ধুম। বিশেষ করে কক্সবাজার (Cox's Bazar), সাজেক ভ্যালি (Sajek Valley), এবং সিলেট (Sylhet)-এর হোটেল-রিসোর্টগুলোতে এখন থেকেই কক্ষ খালি পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।
উপচে পড়া ভিড় ও বুকিং পরিস্থিতি (Booking Scenario and Crowds)
পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, টানা ৩ দিনের ছুটি (3-Day Long Weekend) থাকায় পর্যটকদের প্রধান আকর্ষণ এখন সমুদ্র সৈকত ও পাহাড়। কক্সবাজারের প্রায় ৮০ শতাংশ হোটেল-মোটেল ইতোমধ্যে বুকড হয়ে গেছে। একই অবস্থা রাঙামাটির সাজেক ভ্যালিতেও; যেখানে ছুটির দিনগুলোতে কোনো ভালো রিসোর্ট খালি নেই বললেই চলে।
আরও পড়ুন:
ভ্রমণপিপাসুদের জন্য গাইডলাইন (Travel Guidelines for Tourists)
ছুটির দিনে ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে নিচের বিষয়গুলো খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে:
আগাম বুকিং (Advanced Booking): যারা এখনো হোটেল বা বাসের টিকিট বুক করেননি, তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। শেষ মুহূর্তে দাম অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
বিকল্প গন্তব্য (Alternative Destinations): প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় এড়াতে বান্দরবানের দুর্গম এলাকা, নিঝুম দ্বীপ (Nijhum Dwip) বা সুন্দরবনের (Sundarbans) মতো নিরিবিলি জায়গা বেছে নিতে পারেন।
নিরাপত্তা ও সতর্কতা (Safety Measures): ভিড়ের মধ্যে সন্তানদের সাবধানে রাখা এবং স্থানীয় প্রশাসনের পর্যটন নীতিমালা মেনে চলা জরুরি।
আরও পড়ুন:





