বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ খেললে আইসিসি বড় মিস করবে: বিসিবি সভাপতি

আমিনুল ইসলাম বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল | ছবি: এখন টিভি
0

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে খেললে আইসিসি বড় একটা মিস করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘গতকাল আইসিসির একটা মিটিং ছিল, মিটিংয়ে যে কমিউনিকেশন ছিল, কমিউনিকেশনটা শুরু হয়েছিল যখন মোস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেয়া হলো। মোস্তাফিজ ইনজুরিতে ছিল না, নিজে থেকে নাম উথড্রো করেনি। বিসিবি তার এনওসি ক্যান্সেল করেনি। নিরাপত্তাজনিত কারণে মোস্তাফিজকে দল থেকে বাদ দেয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘পরে আমরা ফিল করেছি, সিকিউরিটি একটা বড় ইস্যু এই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। জানার সঙ্গে সঙ্গে আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি। বলেছি, অন্য ভেন্যু দেয়ার জন্য এবং এটা সিরিয়াসলি দেখার জন্য। পরে যোগাযোগের এক পর্যায়ে আমরা স্টাবলিশড করতে পেরেছিলাম, সিকিউরিটির কারণে আইসিসি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’

আরও পড়ুন:

গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) আইসিসির ভোটিং নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘গতকাল আইসিসিতে একটা ভোট হয়েছে, ভোটের নম্বরটা অফিসিয়ালি আমি বলতে চাচ্ছি না। কারণ আইসিসি সেটা বলতে বারণ করেছে। কিন্তু বিভিন্ন জায়গায় ভোটের একটা নম্বর দেখতে পারছি। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ববোধ করি, কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ে আমরা খুব সন্দিহান। যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে আইসিসি অলমোস্ট ২০০ মিলিয়ন লোকের খেলা দেখার স্পৃহা হারাবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘যেখানে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, তাহলে আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে সেখানে যদি ক্রিকেট লাভিং জনবহুল কান্ট্রি যদি না যায়, তাহলে এটা হোস্ট কান্ট্রির জন্য ব্যর্থতা। আমরা আমাদের মতো চেষ্টা করে যাবো, আমরা হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকে কমিউনিকেশন করবো।’

এসএস