আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবির শীর্ষ কর্মকর্তারা।
বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি আমাদের সঙ্গে সুবিচার করেনি। ভারত সরকারও নিরাপত্তা বিষয় নিয়ে কোনো আলোচনা করেনি। আমরা আশা করি, আইসিসি নিরাপত্তার বিষয়টি পুনরায় বিবেচনা করবে এবং বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে।’
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আজ আবারও আইসিসির সঙ্গে আলোচনার চেষ্টা করবো। দেশের ক্রিকেট নিয়ে আমরা গর্বিত, তবে বিশ্ব ক্রিকেটের অবস্থায় সন্দিহান। বাংলাদেশ যদি নিরাপত্তার কারণে ভারতে না যায়, তবে এটি আয়োজকদের ব্যর্থতা। আমরা চাই বিশ্বকাপে খেলতে, তবে ভারতে নয়।’





