আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (DPE) একটি নির্ভরযোগ্য সূত্র এ বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে।
একনজরে: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ও মৌখিক পরীক্ষা ২০২৬
বিষয় বিস্তারিত তথ্য পরীক্ষার নাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ লিখিত পরীক্ষার তারিখ ৯ জানুয়ারি, ২০২৬ ফলাফল প্রকাশের তারিখ ২১ জানুয়ারি, ২০২৬ (বুধবার রাতে) মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ৬৯,২৬৫ জন অংশগ্রহণকারী জেলা ৬১টি (পার্বত্য ৩ জেলা ব্যতীত) মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি (শীঘ্রই জানানো হবে) পরবর্তী ধাপ জেলাভিত্তিক মৌখিক পরীক্ষা (Viva Voce) তথ্যসূত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
আরও পড়ুন:
মৌখিক পরীক্ষার তারিখ নিয়ে যা বললেন পরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) এ. কে. মোহম্মদ সামছুল আহসান জানিয়েছেন, মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। তিনি বলেন, "আমরা বর্তমানে মৌখিক পরীক্ষা বা ভাইভা (Viva Exam Preparation) নেওয়ার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। পরীক্ষার সময়সূচি একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির (Official Notification) মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।"
৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর সাফল্য
এর আগে বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ (Revenue-sector Assistant Teacher Recruitment 2025) এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় রেকর্ড সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে ৬৯ হাজার ২৬৫ জনকে পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে।
আরও পড়ুন:
উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা
নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র এবং অ্যাডমিট কার্ড (Primary Job Admit Card) সংগ্রহে রাখার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। মৌখিক পরীক্ষার জন্য জেলাভিত্তিক আলাদা সময়সূচী প্রকাশ করা হতে পারে। তাই প্রার্থীদের নিয়মিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (DPE Official Website) ভিজিট করতে বলা হয়েছে।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
ক্রমিক প্রয়োজনীয় কাগজপত্রের নাম বিবরণ ১ অনলাইন আবেদনের কপি (Applicant's Copy) আবেদনের সময় ডাউনলোড করা রঙিন কপি। ২ প্রবেশপত্র (Admit Card) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের রঙিন কপি। ৩ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র "সকল স্তরের (এসএসসি, এইচএসসি, স্নাতক/মাস্টার্স) মূল সনদ।" ৪ নাগরিকত্ব সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত। ৫ জাতীয় পরিচয়পত্র (NID) অরিজিনাল এনআইডি কার্ড ও ফটোকপি। ৬ চারিত্রিক সনদপত্র গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। ৭ কোটার সনদপত্র (যদি থাকে) "মুক্তিযোদ্ধা, পোষ্য, আনসার-ভিডিপি বা প্রতিবন্ধী কোটার প্রমাণপত্র।" ৮ সদ্য তোলা রঙিন ছবি ৩-৪ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি।
টিপস: প্রার্থীদের মৌখিক পরীক্ষার অন্তত ২-৩ দিন আগে এই সকল কাগজপত্রের এক সেট মূল কপি এবং অন্তত দুই সেট সত্যায়িত ফটোকপি গুছিয়ে রাখার পরামর্শ দিন।
আরও পড়ুন:
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মানতে হবে ৬ শর্ত
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে কিছু বিশেষ শর্ত সাপেক্ষে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। শর্তগুলো হলো:
- ফলাফল সাময়িক: এই ফলাফল কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য। এটি সরাসরি নিয়োগের কোনো নিশ্চয়তা দেয় না।
- ভুল সংশোধনের অধিকার: ফলাফলে কোনো প্রকার ভুল-ভ্রান্তি বা মুদ্রণজনিত ত্রুটি থাকলে কর্তৃপক্ষ তা সংশোধন বা বাতিল করার অধিকার রাখে।
- তথ্য যাচাই: কোনো প্রার্থী ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে যেকোনো পর্যায়ে তার ফলাফল বা নির্বাচন বাতিল করা হবে।
- চূড়ান্ত নির্বাচন: লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
- ভাইভার সময়সূচি: মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে জানানো হবে।
- ফলাফল দেখার মাধ্যম: উত্তীর্ণদের রোল নম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (dpe.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও নির্বাচিতদের মোবাইলে এসএমএস পাঠানো হবে।





