প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন

শিক্ষক নিয়োগ
শিক্ষক নিয়োগ | ছবি: এখন টিভি
16

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ (Primary Assistant Teacher Result 2025/2026) ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল (Primary Assistant Teacher Written Exam Result) প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার (Viva Voce) জন্য নির্বাচিত হয়েছেন।

একনজরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল (২০২৫-২৬)

বিষয় (Topic)তথ্য (Details)
মোট শূন্য পদ১৪,৩৮৫টি
মোট আবেদনকারী১০,৮০,০০০+ জন
পরীক্ষায় অংশগ্রহণের হার৭৬ শতাংশ
লিখিত পরীক্ষার তারিখ৯ জানুয়ারি ২০২৬
ফলাফল প্রকাশের তারিখ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার সন্ধ্যা)
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী৬৯,২৬৫ জন
পরবর্তী ধাপমৌখিক পরীক্ষা (Viva Voce)
ফলাফল দেখার ওয়েবসাইটwww.dpe.gov.bd
বিকল্প ফলাফল পদ্ধতিমুঠোফোনে খুদে বার্তা (SMS)

আরও পড়ুন:

আজ (বুধবার, ২১ জানুয়ারি ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (Directorate of Primary Education - DPE) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে লিখিত পরীক্ষা (Primary Teacher Written Exam) অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর জন্য এ পরীক্ষা নেয়া হয়।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত ৬৯,২৬৫ জন (Selected Candidates for Viva)

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার ফলাফলের (Primary Recruitment Test Result) ভিত্তিতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল (Primary Teacher Result 2026 Bangladesh Today) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) পাওয়া যাবে।

আরও পড়ুন:

এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএস (Primary Result SMS Notification) পাঠিয়েও ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) পাওয়া যাবে।

আরও পড়ুন:

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও বিতর্ক নিরসন

নিচে পরীক্ষার কিছু বিশেষ ঘটনা ও কর্তৃপক্ষের পদক্ষেপ তুলে ধরা হলো:

বিশেষ ঘটনা / অভিযোগকর্তৃপক্ষের বক্তব্য ও পদক্ষেপ
পরীক্ষা পেছানোর কারণ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক থাকায় ৯ জানুয়ারি পুনঃনির্ধারণ।
প্রশ্ন ফাঁসের অভিযোগপরীক্ষা শুরুর ১৫ মিনিটে ডিজিটাল ডিভাইসে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল।
চাকরিপ্রার্থীদের আন্দোলনজালিয়াতির প্রতিবাদে অধিদপ্তরের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ।
তদন্ত ও ফলাফলরাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি।
মহাপরিচালকের বক্তব্যকোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি; নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নির্ভুল।

আরও পড়ুন:

এনএইচ