প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৬: ভাইভা ও চূড়ান্ত ফল নিয়ে অধিদপ্তরের নতুন নির্দেশনা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ | ছবি: এখন টিভি
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ (Assistant Teacher Recruitment) প্রার্থীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th National Parliamentary Election) আগেই প্রকাশিত হতে পারে ১৪ হাজার ৩৮৫ জন শিক্ষকের চূড়ান্ত ফল (Final Result)।

একনজরে: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-২৬ আপডেট

  • চূড়ান্ত ফল প্রকাশ: ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগেই ফল প্রকাশের সম্ভাবনা।
  • মৌখিক পরীক্ষা (Viva): ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
  • ভাইভার জন্য নির্বাচিত: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯,২৬৫ জন।
  • চূড়ান্ত নিয়োগ: মোট ১৪,৩৮৫ জন সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।
  • আবেদন ও অংশগ্রহণ: ১০.৮০ লাখ আবেদনের বিপরীতে পরীক্ষায় বসেন ৮.৩০ লাখ প্রার্থী।
  • তদন্ত রিপোর্ট: প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে কোনো অনিয়ম পাওয়া যায়নি; নিয়োগ প্রক্রিয়ায় সবুজ সংকেত।
  • ফলাফল দেখার সাইট: dpe.gov.bd অথবা dpe.teletalk.com.bd।

আরও পড়ুন:

মৌখিক পরীক্ষার সময়সূচী (Viva Voce Schedule)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (Directorate of Primary Education - DPE) ইতোমধ্যে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।

  • শুরু: ২৮ জানুয়ারি থেকে জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা শুরু হবে।
  • শেষ: এই প্রক্রিয়া চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী এই ভাইভায় (Viva Exam) অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভাইভা শেষ হওয়ার পর মাত্র এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত তালিকা (Final Merit List) প্রকাশের জোর প্রস্তুতি চলছে।

নিয়োগ প্রক্রিয়ার একনজরে পরিসংখ্যান (Recruitment Statistics at a Glance)

এবারের নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন লাখ লাখ চাকরিপ্রার্থী। একনজরে দেখে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলো:

  • মোট আবেদন (Total Applicants): ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন।
  • লিখিত পরীক্ষায় অংশগ্রহণ (Attended Written Exam): ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন।
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ (Written Qualified): ৬৯ হাজার ২৬৫ জন।
  • চূড়ান্ত শূন্যপদ (Total Vacancy): ১৪ হাজার ৩৮৫টি।

আরও পড়ুন:

অভিযোগ ও তদন্তের নিষ্পত্তি (Complaints and Investigation Settlement)

গত ৯ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রশ্নফাঁসের (Question Paper Leak) অভিযোগ তুলেছিলেন কিছু প্রার্থী। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে গোয়েন্দা সংস্থার (Intelligence Agency) মাধ্যমে তদন্ত করায়। তদন্ত প্রতিবেদনে কোনো অনিয়মের সত্যতা না পাওয়ায় নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার সবুজ সংকেত পাওয়া যায়।

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-২৬ গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

বিষয় (Topic) তথ্য (Data)
মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি ২০২৬
মৌখিক পরীক্ষা শেষ ৩ ফেব্রুয়ারি ২০২৬
ভাইভায় ডাক পাওয়া প্রার্থী ৬৯,২৬৫ জন
মোট শূন্যপদ ১৪,৩৮৫টি
ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৫ - ১০ ফেব্রুয়ারির মধ্যে

আরও পড়ুন:

এসআর