প্রকাশিত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের জেলাভিত্তিক ফল: কোন জেলায় কতজন উত্তীর্ণ?

প্রাথমিক শিক্ষক নিয়োগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ | ছবি: এখন টিভি
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফল (Primary Teacher Recruitment Written Exam Result) গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) রাতে প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় অভাবনীয় সাফল্য এসেছে এবং সারাদেশে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে (Primary Teacher District Wise Result 2026) মৌখিক পরীক্ষার (Viva Voce) জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

একনজরে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফল

  • মোট উত্তীর্ণ প্রার্থী: ৬৯,২৬৫ জন
  • ফল প্রকাশের তারিখ: ২১ জানুয়ারি ২০২৬
  • অংশগ্রহণকারী জেলা: ৬১টি (পার্বত্য জেলা বাদে)
  • পরবর্তী ধাপ: জেলাভিত্তিক মৌখিক পরীক্ষা
  • ফল প্রাপ্তিস্থান: ওয়েবসাইট ও এসএমএস (SMS)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (Directorate of Primary Education - DPE) পক্ষ থেকে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকা (District Wise Pass List) প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন:

জেলাভিত্তিক ফলের বিস্তারিত (Primary Teacher District Wise Selected Candidates)

প্রকাশিত ফলে দেখা গেছে, দেশের ৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা ব্যতীত) শূন্য পদের বিপরীতে প্রার্থীদের মেধা ও কোটার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিটি জেলায় উত্তীর্ণের সংখ্যা (Number of passed candidates per district) পদের আনুপাতিক হারে নির্ধারণ করা হয়েছে।

নিচে আপনার জেলার ফলাফল দেখার সরাসরি লিঙ্ক এবং নিয়ম দেওয়া হলো:

ফল বা তালিকা দেখতে ক্লিক করুন এখানে: dpe.gov.bd অথবা mopme.gov.bd

আরও পড়ুন:

মৌখিক পরীক্ষার পরবর্তী নির্দেশনা (Instruction for Viva Exam)

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থীকে (Primary Written Exam Qualified Candidates) এখন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। জেলাভিত্তিক মৌখিক পরীক্ষার সময়সূচি (Primary Viva Schedule 2026) খুব শীঘ্রই সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের প্রয়োজনীয় সকল মূল সনদপত্র এবং তার সত্যায়িত ফটোকপি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৬: কোন জেলায় কতজন উত্তীর্ণ? দেখে নিন জেলাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা

আরও পড়ুন:

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল: জেলাভিত্তিক উত্তীর্ণের সংখ্যা

ক্রমিক জেলার নাম উত্তীর্ণ সংখ্যা ক্রমিক জেলার নাম উত্তীর্ণ সংখ্যা
কক্সবাজার৭১০৩২পাবনা৭৬৪
কিশোরগঞ্জ১০৯৬৩৩পিরোজপুর১২৬০
কুড়িগ্রাম২৪৬০৩৪ফরিদপুর৮৭৬
কুমিল্লা২৫৬৪৩৫ফেনী৪৯৯
কুষ্টিয়া১১৭৪৩৬বগুড়া১৫৫০
খুলনা১৪০৫৩৭বরগুনা৯৯০
গাইবান্ধা২২৯৫৩৮বরিশাল১৮৭২
গাজীপুর৬৬৮৩৯বাগেরহাট৯০৮
গোপালগঞ্জ৮২০৪০ব্রাহ্মণবাড়িয়া১২৯০
১০চট্টগ্রাম২৮০৭৪১ভোলা১২০০
১১চাঁদপুর৬৭০৪২ময়মনসিংহ১৩২৩
১২চাঁপাইনবাবগঞ্জ৭৩২৪৩মাগুরা৪৪৩
১৩চুয়াডাঙ্গা৫৫৪৪৪মাদারীপুর৩৮১
১৪জয়পুরহাট৩৯৮৪৫মানিকগঞ্জ৫২৯
১৫জামালপুর৬৬৭৪৬মুন্সীগঞ্জ৯২০
১৬ঝালকাঠি৬০২৪৭মেহেরপুর৪৮৯
১৭ঝিনাইদহ৯২৮৪৮মৌলভীবাজার১২২২
১৮টাঙ্গাইল১৩২০৪৯যশোর১৪৬৯
১৯ঠাকুরগাঁও১৫১২৫০রংপুর২০১৯
২০ঢাকা১৩০৯৫১রাজবাড়ী৪৩০
২১দিনাজপুর২৪২১৫২রাজশাহী৮৩৭
২২নওগাঁ১২৬৬৫৩লক্ষ্মীপুর৬৭৫
২৩নড়াইল৫২৩৫৪লালমনিরহাট১১৮৪
২৪নরসিংদী৬৪৫৫৫শরীয়তপুর৬৪২
২৫নাটোর১০৪৩৫৬শেরপুর৫৫৩
২৬নারায়ণগঞ্জ৭১১৫৭সাতক্ষীরা১০১৯
২৭নীলফামারী১১০৯৫৮সিরাজগঞ্জ২১২৩
২৮নেত্রকোনা৮৯২৫৯সিলেট১১৮২
২৯নোয়াখালী১৩১১৬০সুনামগঞ্জ২০৬০
৩০পঞ্চগড়১১১১৬১হবিগঞ্জ১২০১
৩১পটুয়াখালী১৫৬৬সর্বমোট: ৬৯,২৬৫

আরও পড়ুন:



এসআর