চার দিন পর বড়পুকুরিয়ার প্রথম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন

বড়পুকুরিয়া
বড়পুকুরিয়া | ছবি: এখন টিভি
0

চার দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সকালে কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত ৯টা ৩ মিনিটে ইউনিটটির উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়। বর্তমানে এ ইউনিট থেকে প্রায় ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। গত রোববার সকালে বয়লারের টিউব ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। একই সময়ে কেন্দ্রের বাকি দুটি ইউনিটও বন্ধ থাকায় পুরো বিদ্যুৎকেন্দ্রটি অচল হয়ে পড়ে।

প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লার ঠান্ডা করে দ্রুত মেরামত কাজ শেষ করার পর উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

এদিকে, কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি গত নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ আসার অপেক্ষায় থাকা এই ইউনিটটি আগামী ফেব্রুয়ারিতে চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ থাকা ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি চালু করতে অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। এ বিষয়ে চীনা কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে।

প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, ‘ইরি-বোরো মৌসুম ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিদ্যুৎ সংকট এড়াতে প্রথম ও তৃতীয় ইউনিট দ্রুত চালু করার চেষ্টা চলছে। তৃতীয় ইউনিট চালু করতে দিনরাত কাজ করা হচ্ছে।’

এনএইচ