একনজরে ৮ ব্যাংক অফিসার জেনারেল প্রিলি পরীক্ষার তারিখ পরিবর্তন (Quick Info for Candidates)
- মোট শূন্য পদ: ৯৯৭টি।
- পরীক্ষার ধরন: ১০০ নম্বরের MCQ (প্রিলিমিনারি)।
- বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইসিটি।
- নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
আরও পড়ুন:
পরীক্ষার নতুন সময়সূচি (New Exam Schedule)
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯৯৭টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ পরীক্ষা আগামী ৩১ জানুয়ারি ২০২৬ (31 January 2026) তারিখে অনুষ্ঠিত হবে। এর আগে এই পরীক্ষাটি ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত সময় অনুযায়ী পরীক্ষাটি ওইদিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পদের বিবরণ ও নিয়োগ তথ্য (Job Details and Recruitment)
- পদের নাম: অফিসার (জেনারেল) [Officer General]
- গ্রেড: ১০ম গ্রেড (10th Grade)
- মোট পদ সংখ্যা: ৯৯৭টি (997 Vacancies)
- পরীক্ষার ধরন: এমসিকিউ বা প্রিলিমিনারি (MCQ/Preliminary Exam)
আরও পড়ুন:
প্রবেশপত্র ও কেন্দ্র তালিকা (Admit Card and Center List)
পরীক্ষার্থীদের জন্য জানানো হয়েছে যে, পরীক্ষার কেন্দ্র তালিকা (Exam Center List) এবং আসন বিন্যাস যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত পোর্টালে প্রকাশ করা হবে। যারা ইতিপূর্বে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করেছেন, তারা সেই প্রবেশপত্র দিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা (List of 8 Banks & FIs)
- ১. সোনালী ব্যাংক পিএলসি (Sonali Bank PLC)
- ২. জনতা ব্যাংক পিএলসি (Janata Bank PLC)
- ৩. অগ্রণী ব্যাংক পিএলসি (Agrani Bank PLC)
- ৪. রূপালী ব্যাংক পিএলসি (Rupali Bank PLC)
- ৫. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (Bangladesh Development Bank PLC - BDBL)
- ৬. বাংলাদেশ কৃষি ব্যাংক (Bangladesh Krishi Bank - BKB)
- ৭. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (Rajshahi Krishi Unnayan Bank - RAKUB)
- ৮. বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন (Investment Corporation of Bangladesh - ICB)
আরও পড়ুন:
২৩ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি ৮ ব্যাংকের পরীক্ষা: এক নজরে পরিবর্তিত সময় ও রুটিন, জানুন বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
৮ ব্যাংক অফিসার জেনারেল পদের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে টেবিল আকারে দেওয়া হলো-
বিষয় (Topic) বিবরণ (Details) পদের নাম (Post Name) অফিসার (জেনারেল) [Officer (General)] গ্রেড ও বেতন স্কেল (Grade) "১০ম গ্রেড (১৬,০০০ - ৩৮,৬৪০/-)" মোট শূন্য পদ (Total Vacancies) ৯৯৭টি আয়োজক কর্তৃপক্ষ (Authority) ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) পূর্ববর্তী পরীক্ষার তারিখ (Old Date) ২৩ জানুয়ারি ২০২৬ পরিবর্তিত পরীক্ষার তারিখ (New Date) ৩১ জানুয়ারি ২০২৬ পরীক্ষার সময় (Exam Time) দুপুর ৩:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত পরীক্ষার ধরন (Exam Type) ১০০ নম্বরের MCQ (প্রিলিমিনারি) প্রবেশপত্র (Admit Card) পূর্বের ডাউনলোডকৃত প্রবেশপত্রই কার্যকর হবে
আরও পড়ুন:
পরীক্ষার মানবন্টন (Mark Distribution)
বিষয় (Subject) সম্ভাব্য নম্বর বাংলা (Bengali) ২০ ইংরেজি (English) ২০ গণিত (Mathematics) ২০ সাধারণ জ্ঞান (General Knowledge) ২০ কম্পিউটার ও আইসিটি (Computer & ICT) ২০ মোট নম্বর ১০০ সতর্কতা: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।




